সব বিজনেসে ব্র্যান্ডিং করতে গেলে ব্র্যান্ডিংটাই থেকে যাবে ব্যবসা আর হবে না। দেউলিয়া হতে হবে।

ব্যবসার ধরন অনুযায়ী ব্র্যান্ডিং করা জরুরি, আর কিছু ব্যবসায় সেলস ড্রাইভ করা সবার আগে জরুরি। যে ধরনের প্রোডাক্টে ব্র্যান্ডিং টা বড় কোন সেলস প্যারামিটার নয়।

ওয়াসিং পাউডার বানালেই আপনাকে ইউনিলিভারের রিন বা হুইল হইতে হবে না। ইটস ডীপেন্ড।

আবার ব্র্যান্ডিং মানে চকচকে ভিজুয়াল কিছু নয়, নাহয় মানুষ কেউ কে এফ সি তে না গিয়ে হাজির বিরিয়ানি খুজতে পুরান ঢাকার গলিতে ঘোরাঘোরি করতো না। ইটস ডিপেন্ড অলসো।

#hrraju#branding

About the author:

Share this post:

Facebook
Twitter
LinkedIn

You may also like

Change